নেত্রকোনায় মন্দিরে আগুন দিয়েছে আ. লীগের বিদ্রোহী পক্ষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় নেত্রকোনায় কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের বটতলা গ্রামের কালী মন্দিরে আগুন দিয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী পক্ষ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ভোর রাতে মন্দিরের তালা ভেঙ্গে কেরোসিন ঢেলে ভেতরে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় মন্দিরের ভেতরের মূল্যবান জিনিসপত্র লুট করে তারা।

ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক জানান, আওয়ামী লীগের মানোনীত প্রার্থী দশম জাতীয় সংসদের নির্বাচিত এমপি ছবি বিশ্বাসকে ভোট দেওয়ায় নিজ দলের বিদ্রোহী পক্ষের লোকেরা এ ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য ছবি বিশ্বাস, পুলিশ সুপার জাকির হোসেন খান, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামসহ বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, যে বা যারা এ ঘটনার সাথে জড়িত তাদের সনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের পক্ষে ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের ঘোষণা দেন।

newsevent24 

This entry was posted in News and tagged . Bookmark the permalink.

Leave a comment