হিন্দু বাড়ি দখলে নিলেন মন্ত্রী, নিন্দা জানাল ‘ঐক্য পরিষদ’

হিন্দু বাড়ি দখলে নিলেন মন্ত্রী, নিন্দা জানাল ‘ঐক্য পরিষদ’

Posted in Uncategorized | Tagged , | Leave a comment

হিন্দু পরিবারের জমি দখল, হত্যার হুমকি

হিন্দু পরিবারের জমি দখল, হত্যার হুমকি

Posted in Uncategorized | Tagged , | Leave a comment

মন্দিরে হামলারকারীর খবর গায়েব:

১৬ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রামে একটি মন্দিরে ভাংচুর এবং ভাংচুরকারীরা পালাতে গিয়ে তাদের একজন স্থানীয়দের হাতে ধরা পড়ে গণপিটুনীতে নিহত হয়। নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় হচ্ছে ছাত্রলীগকর্মী।

ঘটনাটির তথ্য রাতের বেলা অফিসগুলোতে আসায় ১৭ এপ্রিলের বেশিরভাগ পত্রিকার জাতীয় সংস্করণে ছাপা হওয়ার সুযোগ ছিল না। তবে কেউ কেউ নগর সংস্করণে ছাপিয়েছে। কেউ কেউ বলতে দুইটি পত্রিকা- যুগান্তর এবং মানবজমিন।

মানবজমিন থেকে খবরটির উদ্ধৃতি–

“চট্টগ্রাম নগরীর টাইগারপাস মালিপাড়া এলাকায় গণপিটুনিতে মো. সাদ্দাম (৩৫) নামে এক ছাত্রলীগকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় মুখোশপরা ১০ থেকে ১২ জন যুবক মালীপাড়া কালী মন্দিরে হামলা চালায়। মন্দিরে হামলা চালানোর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাদের ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে গণপিটুনি দেয়া হয়। পরে মুখোশ খুলে নিহত সাদ্দামের পরিচয় শনাক্ত করা হয়।”

তবে যুগান্তর খবরে স্থানীয় ওসির বক্তব্যকে প্রাধান্য দিয়ে খুনের ঘটনাটিকে ‘ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দল’ হিসেবে বলা হলেও পত্রিকাটিকে স্থানীয় লোকজন জানান, মন্দিরে হামলার পর গণপিটুনিতে নিহত। যুগান্তরের খবরের একটি প্যারা–

‍“মালিপাড়ার অলোক কান্তি দাশ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মুখোশপরা ১০ থেকে ১২ জন যুবক মালীপাড়া কালী মন্দিরে হামলা চালায়। মন্দিরে হামলা চালানোর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাদের ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে গণপিটুনি দেওয়া হয়। পরে মুখোশ খুলে নিহতসাদ্দামের পরিচয় শনাক্ত করা হয়।” (লিংক- http://www.jugantor.com/current-news/2015/04/17/250268#sthash.4Xguomeb.dpuf)

১৭ এপ্রিল যেহেতু এই খবর বেশিরভাগ পত্রিকায় আসেনি, তাই পরদিন ১৮ এপ্রিল আসাই স্বাভাবিক। কিন্তু সংখ্যালঘু নির্যাতনে গিয়ে ক্ষমতাসীন দলের ক্যাডার মারা যাওয়ার এই স্পর্শকাতর খবরটি বেশিরভাগ পত্রিকা এদিনও ছাপায়নি।

শুধু কালের কণ্ঠ চট্টগ্রামে শুক্রবার সংঘটিত অন্য একটি খবরের সাথে মিলিয়ে ভিন্ন আঙ্গিকে প্রকাশ করেছে। পত্রিকাটির প্রথম পাতার ডাবল কলাম খবরের শিরোনাম ছিল- “চট্টগ্রামে ‘নির্বাচনকে কেন্দ্র করে’ যুবলীগ ও যুবদলকর্মী খুন”। এখানে ‘যুবলীগকর্মী’ বলতে সেই ‘ছাত্রলীগকর্মী’ সাদ্দামের কথাই বলা হয়েছে। খবরের ভেতরে ওসির উদ্ধৃতি দিয়ে মন্দিরে হামলার ব্যাপারটিকে এড়িয়ে গিয়ে ‘রাজনৈতিক হত্যা’র রূপ দেয়ার চেষ্টা করেছেন কালের কণ্ঠের প্রতিনিধি।

http://www.monitorbd.net/newsdetail/detail/49/124428

Posted in Uncategorized | Tagged , , , , | Leave a comment

চট্টগ্রামে কালিমন্দিরে হামলার সময় গনপিটুনিতে ছাত্রলীগকর্মী নিহত

চট্টগ্রাম নগরীর টাইগারপাস মালিপাড়া এলাকায় গণপিটুনিতে মো. সাদ্দাম (৩৫) নামে এক ছাত্রলীগকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় মুখোশপরা ১০ থেকে ১২ জন যুবক মালীপাড়া কালী মন্দিরে হামলা চালায়। মন্দিরে হামলা চালানোর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাদের ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে গণপিটুনি দেয়া হয়। পরে মুখোশ খুলে নিহত সাদ্দামের পরিচয় শনাক্ত করা হয়।

সোর্সঃ http://www.mzamin.com/details.php?mzamin=NzE4Njk%3D

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

Chittagong Chhatra League man beaten to death by mob in aftermath of attack on Malipara temple

CTG-NEWS(02)-PIC-FROM-BHUPEN-16.04.2015

A mob beat a Chhatra League leader to death in Chittagong’s Tiger Pass Malipara area on Thursday night.

Police recovered the body of Md Saddam on Thursday night.

The 35-year-old was beaten to death over intra-party feud, Chittagong Metropolitan Police additional deputy commissioner Paritosh Ghosh quoted locals as saying.

ADC Paritosh said Saddam was a member of Banganbandhu Sriti Sangsad, a club set up near a temple in Malipara some three to four months back.

However, locals who were interviewed on the incident had a different story to tell.

“Members of the club have been harassing locals and even threatened them with eviction for grabbing a government land.”

Alak Kanti Das, a Malipara resident, said locals chased some 10-12 masked young men who attacked the temple on Thursday evening.

“They captured one of the attackers and beat them to death. He was identified as Saddam after his mask was taken off.

“Saddam and several others demanded toll from the temple’s Puja committee during the last Saraswati Puja, prompting the committee to file a general diary with Khulshi Police Station.”

ADC Paritosh however said that police were now trying to nab those responsible for Saddam’s death.

Source: The Report 24

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

হিন্দু সম্প্রদায়ের নারীকে গণধর্ষণ করেছে যুবলীগ কর্মীরা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুরে শনিবার রাতে সংখ্যালঘু সম্প্রদায়ের এক এনজিও কর্মীকে (৩২) ধর্ষণ করেছে তিন যুবলীগ কর্মী। এদিকে এ ঘটনার পর স্থানীয় সরকারদলীয় নেতাকর্মীরা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী ও ধর্ষিতার স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির হিন্দু সম্প্রদায়ের মাঠকর্মী (৩৫) কাজ শেষে নাটোর সদরের নিজ বাড়িতে যাওয়ার জন্য আহম্মেদপুর ব্রিজের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় উপজেলার কায়েমকোলা গ্রামের জামালউদ্দিনের ছেলে যুবলীগ কর্মী রাব্বী (৩৫), তার বন্ধু আরিফ (৩৪) ও অজ্ঞাত পরিচয়ের অপর একজন (৩৫) মিলে তাকে জোরপূর্বক ব্রিজের নিচে নিয়ে তাকে উপর্যুপরি ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। এদিকে, ধর্ষিতা ও তার স্বজনরা থানায় মামলা করতে চাইলেও স্থানীয় সরকারদলীয় লোকজনের বাধার মুখে থানায় যেতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাহী পরিচালক বলেন, বর্তমান পরিস্থিতিতে আমি কোন কথা বলতে পারছি না। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুজ্জামানের কাছে বিষয়টি ধামাচাপা দেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়ে মুঠোফোনে কথা বলা ঠিক না, আপনি এলে সামনা-সামনি কথা বলা যাবে।
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমি কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

source: http://dhakarnews.com/index.php/bangladesh/item/19397-2015-03-16-04-20-53

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

পাহাড়ে স্কুলছাত্রী ধর্ষিত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Posted in Uncategorized | Tagged , , , , | Leave a comment

Agartala protest Avijit Roy murder

Posted in News, Uncategorized | Tagged , , | Leave a comment